• শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
logoLeft জেলা পরিষদ, সিরাজগঞ্জ ।
logoLeft

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

সভার কার্যবিবরণী

২৮/০২/২০১৯ সভার কার্যবিবরনী খসড়াঅনুচ্ছেদ: ১.০জেলা পরিষদ মাসিক সভার কার্যবিবরনীঃ
সভাপতি ঃ জনাব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস
 চেয়ারম্যান

উন্নয়নের গণতন্ত্র
শেখ হাসিনার মূলমন্ত্র

জেলা পরিষদ কার্যালয়, সিরাজগঞ্জ

তারিখ ও সময়                   ঃ ২৮/০২/২০১৯ সকাল ১১-০০ ঘটিকা।

স্থান                                ঃ জেলা পরিষদ সম্মেলন ক্ষ।

সভায় উপস্থিত ও অনুপস্থিতি    ঃ পরিশিষ্ট-‘ক’ (সাক্ষরের ক্রমানুসারে)

সভার শুরুতে সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগতঃ জানিয়ে সভার কাজ শুরু করেন। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সিরাজগঞ্জকে আলোচ্য বিষয়গুলো পর্যায়ক্রমে উপস্থাপন করার জন্য অনুরোধ করেন।

আলোচ্য সুচীঃ ১। পূর্ববর্তী সভার কার্যবিবরনী পাঠ ও নিশ্চিতকরণ।

সিদ্ধামত্মঃ পূর্ববতী সভার কার্যবিবরনী পাঠ করা হয়। কোন সংশোধনী না থাকায় উহা গৃহীত হয়।

আলোচ্য বিষয় সিদ্ধান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন
(১) ২০১৭-১৮ ও ২০১৮-২০১৯ অর্থ বছরের টেন্ডার আহবানকৃত কাজ এর অগ্রগতি বিষয়ে আলোচনা ঃ
চেয়ারম্যান, জেলা পরিষদ সভায় জানান যে, যে সকল ঠিকাদার লটারীর মাধ্যমে প্রাপ্ত প্রকল্পের কাজ এখন পর্যমত্ম শুরম্ন করেন নাই তাদের আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরম্ন এবং শেষ করার ব্যাপারে তাগিদ পত্র প্রদানের পরামর্শ প্রদান করেন।
(ক) ইতোপুর্বে ২০১৭-২০১৮ অর্থ বছরে যে সব প্রকল্পের ই-টেন্ডার সম্পন্ন করা হয়েছে সে সব কাজ আগামী ১৫ দিনের মধ্যে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারগণকে পত্র প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
(খ) ২০১৮-২০১৯ অর্থ বছরে যে সব প্রকল্পের কাজ ই-টেন্ডারে সম্পন্ন হওয়ার পরও কাজ শুরু হয়নি। সে সব প্রকল্পের কাজ আগামী ১৫ দিনের মধ্যে শুরু করে দ্রুত সমাপ্ত করার জন্য জন্য সংশ্লিষ্ট ঠিকাদারগণকে পত্র প্রদানের বিষয় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
১। সিনিয়র সহকারী
প্রকৌশলী
(২) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিট ভবনের দ্বিতীয় তলার কাজ শুরু সংক্রান্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিট ভবনের দ্বিতীয় তলার কাজ সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে অনতিবিলম্বে শুরু করার জন্য আলোচনা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিট ভবনের দ্বিতীয় তলার কাজ সংশিস্নষ্ট ঠিকাদারকে দিয়ে শুরু করার করার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সিনিয়র সহকারী
প্রকৌশলী
(৩) চিথুলিয়া রাবেয়া নজিবর স্কুলের প্রাক্কলন রিকাস্ট সংক্রান্তঃ জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন , ওয়াডনং ১২ সভায় জানান যে, কাজের বাস্তবতার নিরিখে চিথুলিয়া রাবেয়া নজিবর হাইস্কুল,শাহজাদপুর, সিরাজগঞ্জ এর কাজের রিকাস্ট প্রাক্কলন করার প্রস্তাব করেন। চিথুলিয়া রাবেয়া নজিবর হাইস্কুলের প্রাক্কলন রিকাস্ট করার বিষয়ে সভায় সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে রিকাস্টে অর্থের কোন পরিবর্তন ঘটবেনা।
সিনিয়র সহকারী
প্রকৌশলী
(৪) শেখ নবীর উদ্দিন আদর্শ পাঠাগার উন্নয়ন কাজের রিকাস্ট প্রাক্কলন সংক্রান্তঃ
জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোঃ কামরম্নল হাসান , ওয়াডনং ০৫ সভায় জানান যে, কাজের বাস্তবতার নিরিখে শেখ নবীর উদ্দিন আদর্শ পাঠাগার উন্নয়ন কামারখন্দ, সিরাজগঞ্জ এর কাজের রিকাস্ট প্রাক্কলন করার প্রস্তাব করেন।
নবীর উদ্দিন আদর্শ পাঠাগার উন্নয়ন কামারখন্দ, সিরাজগঞ্জ এর কাজের রিকাস্ট প্রাক্কলন সভায় সর্ব সম্মতভাবে গৃহীত হয়। তবে রিকাস্টে অর্থের কোন পরিবর্তন ঘটবেনা। সহকারী প্রকৌশলী
(৫) নাম অলক তৈরি সংক্রান্তঃ
জনাব মোঃ গোলাম মোস্তফা, সম্মানিত সদস্য, ওয়ার্ডনং ১১ সভায় জানান যে, অত্র পরিষদে সম্মানিত সদস্যদের নাম সম্বলিত ফলক তৈরীর প্রস্তাব দেন।
চেয়ারম্যান মহোদয়, প্রধান নির্বাহী কর্মকর্তা, সম্মানিত সদস্যবৃন্দের ও সহকারী প্রকৌশলী, জেলা পরিষদের নাম সম্বলিত ফলক তৈরীর সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। হিসাব রক্ষক
(৬) উন্নয়ন প্রকল্পের এমবি লেখা এবং স্বাক্ষর সংক্রান্তঃ
সহকারী প্রকৌশলী, জেলা পরিষদ সভায় জানান যে, অত্র কার্যালয়ের কাজের গতি আনয়নের লক্ষে অত্র কার্যালয়ে প্রেষনে কর্মরত মোঃ এনামূল ইসলামকে এমবি বই লেখা এবং  স্বাক্ষর করার জন্য তাকে তাকে অনুমতি দেয়া যেতে পারে।
জনাব মোঃ এনামুল ইসলাম,সার্ভেয়ার,জেলা পরিষদকে উন্নয়ন প্রকল্পের এমবি লেখার এবং স্বাক্ষর করার বিষয়ে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। সহকারী প্রকৌশলী
(৭) সকল ডাকবাংলো/অডিটরিয়ামে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ সংক্রান্তঃ
সকল ডাকবাংলো/অডিটরিয়ামে পরিচ্ছন্ন কর্মী অস্থায়ী নিয়োগ বিষয়ে সভায়  বিস্তারিত আলোচনা হয়।
সকল ডাকবাংলো/অডিটরিয়ামে একজন করে পরিচ্ছন্ন কর্মী অস্থায়ীভিত্তিতে নিয়োগ বিষয়ে সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
(৮) রিকাস্ট সংক্রান্তঃ (১) হুসাইনিয়া আজিজুল উলুম কওমী মাদ্রাসা (২) সয়দাবাদযাত্রী ছাউনী কাম পাবলিক টয়লেট (৩)বেলকুচি উপজেলাধীন খাসসোনামুখী   প্রাথমিক বিদ্যালয় হতে বিনয় ভুষনের বাড়ী অভিমুখে রাস্তা সিসি করন(৪) সিরাজগঞ্জ পুলিশ লাইন এর পুকুরের গাইডওয়াল নির্মান কাজের বাস্তবাতার নিরিখে রিকাস্ট প্রাক্কলন প্রয়োজন (৫) ইহাছাড়া সিরাজগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধস্মৃতি স্তম্ভ  ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন কাজের সংশোধন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হয়। বর্নিত প্রতিষ্ঠানের কাজের বাস্তবতার নিরিখে রিকাস্ট প্রাক্কলন এবং সংশোধন বিষয়ে সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
। প্রাক্কলন সংশোধন সংক্রান্তঃ
(ক) সদর উপজেলাধীন সয়দাবাদ মোড়ে নির্মিতব্য যাত্রী ছাউনী কাম পাবলিক টয়লেট এর স্থান্ন পরিবর্তন করার কারনে (সেতু কর্তৃপক্ষের noc না পাওয়ার কারনে) প্রাক্কলনটি সংশোধন করা প্রয়োজন।বর্তমান স্থানটি রাস্তা থেকে স্থান ভেদে ১৫ থে ২০ ফুট গভীর হবা রকারণে প্রচুর মাটি ভরাট প্রয়োজন ও দুটি গ্রেডে বিম দিয়ে ডিজাইন করতে হবে। এ বিষয়ে সভায় আলোচনা হয়।
(খ) বেলকুচি উপজেলাধীন খাস সোনামুখী প্রাথমিক বিদ্যালয় হতে বণয়ভূষন এর বাড়ি অভিমুখে রাস্তার কাজটি করতে গিয়ে দেখা যায় কয়েকটি স্থানে প্যালাসাইডিং না  করলে রাস্তাটি টেকসই হবে না।এজন্য একটি স্নগশোধনী প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে।
(গ) সিরাজগঞ্জ পুলিশ লাইন এর পুকুর পাড়ের গাইড ওয়াল নির্মান কাজটিতে প্রাক্কলনের্ প্রিকাস্ট পাইল ও ইটের গাথুনি করে গাইড ওয়াল ডিজাইন ও প্রাক্কলন ছিল। কিন্তু পুলিশ সুপার সিরাজগঞ্জ অনুরোধে আরসিসি রইটেইনিং ওয়ালের ডিজাইন ও প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে।
(ঘ) সিরাজগিওঞ্জ জেলার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন কাজে্র বাস্তবতা ডিজাইন অনুসারে প্রাক্কলনটি কিছু কিছু সংশোধন প্রয়োজন।এ বিষোয় একটি সংশোধনী প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে।
বর্নিত প্রাক্কলন্সমূহ সংশধন করার বিষয় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সিনিয়র সহকারী প্রকৌশলী

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

(আব্দুল লতিফ বিশ্বাস)
চেয়ারম্যান                                                                                                                                                     জেলা পরিষদ সিরাজগঞ্জ

স্মারক নং জেপসি /২০১৮-২০১৯/১১৭   তারিখঃ ২৮/০২/২০১৯খ্রিঃ

অনুলিপি সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরন করা হলোঃ
১। মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ——————-নির্বাচনী এলাকা।

২। সিনিয়র সচিব
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী।

৪। জনাব———————————-(সকল)
সদস্য/সংরক্ষিত সদস্য, জেলা পরিষদ, সিরাজগঞ্জ

৫। অফিস কপি।
প্রধান নির্বাহী কর্মকর্তা

প্রশাসক
Chairman মুহাম্মদ নজরুল ইসলাম
বিস্তারিত
প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
CEO মোঃ আনিসুর রহমান
বিস্তারিত
জরুরি হটলাইন
Hotline

Govt. Forms

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

মোট পরিদর্শক

89363
Visit Today : 22
This Month : 1127
Total Hits : 402430

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   05-11-2024 08:51:24

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটি ০১৯৪৮২৬৩৩৫৮ / ০১৭২৯৭২৪২৩২